বোয়ালমারীতে বেদে সমপ্রদায়ের ব্যতিক্রমী মিলনমেলা

বোয়ালমারীতে বেদে সমপ্রদায়ের ব্যতিক্রমী মিলনমেলা


ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সদরের ছোলনা এলাকার রেল স্টেশনের ফাঁকা    জায়গায় অনুষ্ঠিত হল (বেদে সম্প্রদায়ের) মিলন মেলা। মিলন মেলা উপলক্ষে ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল ও যশোর এলাকার যাযাবর সমপ্রদায়ের সহস্রাধিক সদস্য বেশ কয়েকদিন ধরে জড়ো হয়। শতাধিক তাঁবু স্থাপন করে যাযাবর সমপ্রদায়ের নারী-পুরুষ-শিশুরা সাতদিনব্যাপী এ আনন্দ উত্সবে মেতে ওঠে। বুধবার মহাভোজে অংশ নেয়ার মাধ্যমে তাদের মিলন মেলার সমাপ্তি ঘটে। মিলন মেলা শেষ হলেও তারা আরো কিছুদিন এখানে অবস্থান করবে বলে জানিয়েছে এই সম্প্রদায়ের নেতারা। যাযাবরদের ভাষায়: নিহে( নিকাহ)-বিয়ে-ফয়তা অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা এ সমাবেশের আয়োজন করেছে। মিলন মেলা উপলক্ষে কয়েকটি বিয়েও হয়। এছাড়া ওই অনুষ্ঠান চলাকালে ১০ শিশুকে খত্না করানো হয়। যাযাবর সরদার মো. মিজার সরদার জানান, আমরা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে ব্যবসা-বাণিজ্য করে বেড়াই। ইচ্ছা থাকলেও একসাথে থাকতে বা এক হতে পারি না। এমনকি ঈদের সময়ও তা হয়ে ওঠে না। তার ভাষ্য: এ অনুষ্ঠানের মাধ্যমে আমরা এক জায়গায় মিলিত হতে পেরে অত্যন্ত আনন্দিত। তিনি আরো জানান, প্রতিবছরই আমরা যেকোন একটি জায়গায় নিজেদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে মিলিত হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। স্থানীয় বাসিন্দারা জানালেন, যাযাবর সমপ্রদায়ের কিছু লোক আমাদের এলাকায় জড়ো হয়ে কয়েকটি অনুষ্ঠান করছে। আমরা তাদের সহযোগিতা করার চেষ্টা করছি। তিনি বলেন, এতে শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হওয়ার কোন আশংকা নেই, বরং প্রতিদিন অনেক মানুষ ভিড় জমিয়ে তাদের সংস্কৃতির সাথে পরিচিত হচ্ছে।

No comments: