সাহসী কিশোরী সাপুড়ে মাথি
16 Jul 2011 12:52:29 PM Saturday BdST
নাজমুল হাসান, স্টাফ ফটোগ্রাফার
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ঢাকা: নাম তার মাথি। সাভারের পোড়াবাড়ি এলাকায় বাস। বাবা টুকু সাপুড়ে। মাও একই পেশায়। শিশুবেলা থেকেই সাপ নিয়ে খেলা। তার তালিকায় আছে গোখড়ার মতো বিষধর সাপও।
চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে ধরে আনা একটি পঙ্খীরাজ সাপ নিয়ে নিজ বাড়ির আঙিনায় খেলতে দেখা যায় মাথিকে। দেশের বিভিন্ন অঞ্চলেও এ সাপের দেখা মেলে। সবুজ গাছ-গাছালির মধ্যে মিশে থাকে। এক গাছ থেকে আরেক গাছে যায়। কেউ কেউ ‘উড়ে মহারাজ’ বলেন। আবার লাউ গাছের ডগার মতো দেখতে বলে একে ‘লাউডগা’ সাপও বলা হয় কোনো কোনো এলাকায়।
অপেক্ষাকৃত কম ভয়ঙ্কর এই সবুজ রঙ্গের পঙ্খীরাজ মাথির কাছে নিতান্তই খেলনা মাত্র।
বাংলাদেশ সময় ১২৫০ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © ২০১১ সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান
No comments:
Post a Comment