ঝিনাইদহে সাপের কামড়ে সাপুড়েসহ ২ জনের মৃত্যুজেলা প্রতিনিধি বাংলানিউজটোয়েন্টিফোর.কম ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার কালুহাটি ও বাটিকাডাঙ্গা গ্রামে মঙ্গলবার সাপের কামড়ে সাপুড়েসহ দুই জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- সদর উপজেলার কালুহাটী গ্রামের আলফাজ উদ্দীনের ছেলে আদিল উদ্দীন (২৬) ও একই উপজেলার বাটিকাডাঙ্গা গ্রামের সমির উদ্দীন (৫৪)। ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের মেম্বার শাহাজালাল জানান, আদিল উদ্দীন মাঠে কাজ করার সময় তাকে বিষধর সাপে দংশন করে। গ্রামবাসী উদ্ধার করে হাসপাতালে নিলে সন্ধ্যা ৬টায় তিনি মারা যান। অপরদিকে, ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান জানান, সকাল ১০টার দিকে বাদপুকুরিয়া গ্রামে সাপ খেলা দেখানোর সময় সাপুড়ে সমির উদ্দীন সাপের কামড়ে আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১২ |
Only One Organization of World Bedia & Snake Charmers Email:bediafederationindia@gmail.com 32/2 Phool Bagan Road, Kolkata-700086
ঝিনাইদহে সাপের কামড়ে সাপুড়েসহ ২ জনের মৃত্যু
Subscribe to:
Posts (Atom)